০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আম্বানি ও নীতা আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠান

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা  বিল গেটস ও তার বান্ধবী ভারতীয় পোশাকে আম্বানির ছেলের বিয়েতে

  • Md Rasel Mia
  • সময়ঃ ১২:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ২৭৩ সময়

 অনলাইন ডেস্ক : অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ দিয়েছিলেন বিল গেটস ও তার বান্ধবী।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ধনীদের মাঝে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এখন সপ্তম।তিনিও মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দেন।

তবে বিয়েতে বিল গেটসের সঙ্গী ছিলেন তার বান্ধবী পলা হার্ড। মেলিন্ডা গেটসের সঙ্গে দীর্ঘ ২৭ বছর সংসার করার পর ২০২১ সালে তারা তাদের সেই বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।

এরপর গত দুই বছরেরও বেশি সময় আগে প্রেমের সম্পর্কে জড়ান বিল ও পলা। পলা হার্ডের সাবেক স্বামী সফটওয়ার কোম্পানি ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক হার্ড।

অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে পলা হার্ড অনুষ্ঠানের ড্রেসকোড মেনে পরেছিলেন এলিগ্যান্ট ককটেল ড্রেস। ৬৮ বছর বয়সী বিল গেটসও ভারতীয় পোশাক পরেছিলেন।

আম্বানি পুত্রের বিয়েতে অংশ্রহণ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ভেরিভায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্তে লেখেন, “ভারতে এটি আমার কোনও বিয়ে বিয়ের অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ এবং এটি অসাধারণ ছিলো।”

অনন্ত-রাধিকাকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য ধন্যবাদ।”

Tag :
About Author Information

Md Rasel Mia

সালমান-পলক-শমসের-মামুন ফের রিমান্ডে

আম্বানি ও নীতা আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠান

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা  বিল গেটস ও তার বান্ধবী ভারতীয় পোশাকে আম্বানির ছেলের বিয়েতে

সময়ঃ ১২:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

 অনলাইন ডেস্ক : অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ দিয়েছিলেন বিল গেটস ও তার বান্ধবী।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ধনীদের মাঝে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এখন সপ্তম।তিনিও মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দেন।

তবে বিয়েতে বিল গেটসের সঙ্গী ছিলেন তার বান্ধবী পলা হার্ড। মেলিন্ডা গেটসের সঙ্গে দীর্ঘ ২৭ বছর সংসার করার পর ২০২১ সালে তারা তাদের সেই বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।

এরপর গত দুই বছরেরও বেশি সময় আগে প্রেমের সম্পর্কে জড়ান বিল ও পলা। পলা হার্ডের সাবেক স্বামী সফটওয়ার কোম্পানি ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক হার্ড।

অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে পলা হার্ড অনুষ্ঠানের ড্রেসকোড মেনে পরেছিলেন এলিগ্যান্ট ককটেল ড্রেস। ৬৮ বছর বয়সী বিল গেটসও ভারতীয় পোশাক পরেছিলেন।

আম্বানি পুত্রের বিয়েতে অংশ্রহণ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ভেরিভায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্তে লেখেন, “ভারতে এটি আমার কোনও বিয়ে বিয়ের অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ এবং এটি অসাধারণ ছিলো।”

অনন্ত-রাধিকাকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য ধন্যবাদ।”