মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি লিটনকে দেশে যাওয়ার বিমানের টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।
শুক্রবার (২০ মে) লিটনের কাছে টিকিট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন- দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ এবং দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।
লিটনের দেশের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সহর ঘপিনপুর ইউনিয়নে। বাবার নাম মো. আবদুল জব্বার। লিটন গত সাত বছর মালদ্বীপে অবস্থান করছিলেন।
রাজধানী মালের পার্শ্ববর্তী আইলেন্ড হুলোমালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লিটনকে বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ স্থানীয় হাসপাতালে দেখতে গেলে চিকিৎসক তার দুটি পা এর মারাত্মক জখম হয়ছে বলে জানান।
লিটনকে দ্রুত দেশে ফিরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন হাইকমিশনার।