মালয়েশিয়ায় শুরু হয়েছে ১৭তম এশিয়া মিডিয়া সামিট। সোমবার (২৩ মে) থেকে শুরু হওয়া সামিট চলবে ২৬ মে পর্যন্ত।
গণমাধ্যম উন্নয়ন সংস্থা এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডির আমন্ত্রণে ও অর্থায়নে, কুয়ালালামপুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবু সাদেক।
‘ফিউচার ফরওয়ার্ড: রিইমাজিনিং মিডিয়া’ শীর্ষক থিম নিয়ে অনুষ্ঠিত সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যম নেতারা অংশ নেন। এছাড়া বিভিন্ন দেশ থেকে গণমাধ্যম নেতারা ভার্চুয়ারি সামিটে অংশগ্রহণ করেছেন।
একই সঙ্গে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত, গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা (এইচসিএম) প্রণয়নে গঠিত টাস্কফোর্সের সভায় ও সামিট-পূর্ব কর্মশালায় অংশগ্রহণ ও করোনাকালীন গণমাধ্যম বিষয়ে বিশেষজ্ঞ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আবু সাদেক।
এআইবিডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পরামর্শক্রমে গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন কার্যক্রমের উদ্যোগ নেয়। শ্রোতা-দর্শক-পাঠকের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে স্বাস্থ্য বিষয়ক সঠিক বার্তা, পেশাগত দক্ষতার সঙ্গে উপস্থাপনে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীদের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এআইবিডি-এইচসিএম।
বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন টাস্কফোর্স সদস্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন ও এ সংক্রান্ত সকল প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিষয় তদারকি করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনক্রমে ও মহাপরিচালক শাহিন ইসলামের দক্ষ নেতৃত্বে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, এআইবিডির সক্রিয় সদস্য হিসেবে নির্দেশিকা প্রণয়নে যুক্ত হয়েছে।