০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহব্যাপী কর্মসূচি দিল ইসলামি ছাত্রশিবির

  • Md Rasel Mia
  • সময়ঃ ১১:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ৮২ সময়

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ  হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা

বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাতসহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসঙ্গে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কবুল করুন।

তিনি আরও বলেন, ‘আমি মোবারকবাদ জানাচ্ছি, সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন। দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি।

১. শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত।

২. আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা সেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান।

৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান।

৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।

৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা।

৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মহান রব আমাদের সবাইকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবিলার তাওফিক দান করুন। আমিন।’

About Author Information

Md Rasel Mia

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

সপ্তাহব্যাপী কর্মসূচি দিল ইসলামি ছাত্রশিবির

সময়ঃ ১১:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ  হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা

বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাতসহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসঙ্গে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কবুল করুন।

তিনি আরও বলেন, ‘আমি মোবারকবাদ জানাচ্ছি, সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন। দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি।

১. শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত।

২. আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা সেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান।

৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান।

৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।

৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা।

৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মহান রব আমাদের সবাইকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবিলার তাওফিক দান করুন। আমিন।’