স্টাফ রিপোর্টার:অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার শিষ্যরা এখনও আছে:তারেক রহমান
উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।
ডিসি রওনক জানান, উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি শমী কায়সার।
সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন।
মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী তারানা হালিম, সাবেক এমপি মমতাজ বেগমসহ ১৭ জনকে আসামি করা হয়।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
গত ১৩ অক্টোবর রেজওয়ান কবির নামে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।