আজকের ঢাকা অনলাইন ডেস্ক : ভারতের বোম্বে (বর্তমানে মুম্বাই) হাইকোর্ট, প্রাক্তন স্বামীকে খোরপোষ দিতে স্ত্রীর প্রতি আদেশ দিয়েছে।
হাইকোর্টের একটি একক বেঞ্চের দেয়া রায়ে, অসুস্থ প্রাক্তন স্বামীকে খোরপোষ হিসেবে মাসে ১০ হাজার টাকা করে দিতে, তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া উপার্জনক্ষম স্ত্রীকে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ‘সমন্বিত হামলা’র আশঙ্কা করছে এফবিআই
প্রথমে, মহারাষ্ট্রের পারিবারিক আদালত প্রাক্তন স্বামীকে খোরপোষ দেয়ার আদেশ দেয়। সেই আদেশের বিরুদ্ধে, তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী হাইকোর্টে আপিল করেন। বোম্মে হাই কোর্টের একক বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ, গত ২ এপ্রিল পারিবারিক আদালতের আদেশ বহাল রাখেন।
পারিবারিক আদালত এবং হাইকোর্ট বলেছে, হিন্দু বিবাহ আইনে ‘স্পাউস’ কথাটি লেখা আছে। এর অর্থ স্বামী বা স্ত্রী, দুই-ই বোঝায়। সংশ্লিষ্ট মামলায় প্রাক্তন স্বামী প্রমাণ করেছেন, তিনি অসুস্থ এবং রোজগার করার মতো সামর্থ্য তার নেই।
ওই নারী কেন খোরপোষ দিতে অপারগ, তার একটা বিশদ ব্যাখ্যা দিতে তাকে আদালত বলেছিলো। তার পক্ষে আদালতে জানানো হয় তিনি চাকরি করেন না। পরে আদালত পাল্টা জানতে চায়, তিনি নিজের এবং সন্তানদের ভরনপোষণ কিভাবে করেন।
বৃটিশ স্পাউজ ভিসায় আরো কঠিন শর্ত আরোপ করে ভিসা নীতি অনুমোদন
জাবাবে সন্তুষ্ট হয়নি আদালত। পরে স্বীকার করেন যে তিনি চাকরি করেন। এরপর হাইকোর্ট মত দেয় যে আদালত নিশ্চিত তার প্রাক্তন স্বামী অসুস্থ এবং রোজগার করার মতো অবস্থায় নেই।
হাইকোর্টের বিচারপতি বলেন, বাঁচার অধিকার সকলের আছে। আর, এই বিষয়ে দায়দায়িত্ব আইনি সম্পর্ক ভেঙে গেলেই শেষ হয়ে যায় না।
হাইকোর্টের বিচারপতি আরো বলেন, অসুস্থ প্রাক্তন স্বামীকে মাসে ১০ হাজার টাকা খোরপোষ হিসেবে দিতে, তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রীর আর্থিক সমস্যা হওয়ার কথা নয়।
উল্লেখ্য যে ভারতে বিবাহ বিচ্ছেদের মামলায় সাধারণত স্বামীকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী’র দাবি মতো খোরপোষ দিতে বলে আদালত।সূত্র ভয়েস অব আমেরিকা