০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটা আন্দোলনকারীরা

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৬:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৫০ সময়

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে  আজ বৃহস্পতিবার সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়। যা বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বলে জানিয়েছিল।

আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেডের প্রস্তুতি নিচ্ছিল কোটাবিরোধীরা। এর মধ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশের জলকামান-ট্যাংক ঘিরেও বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে নানা বার্তা দিতে থাকে।

শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যেতে এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের উদ্দেশে মাইকে বলেন, লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও,তোমরা মানুষের কষ্ট দিও ন।

তবে পুলিশের এই বার্তা কানে না নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটাবিরোধীরা। হাজার হাজার শিক্ষার্থী আজও অবস্থান নিয়েছে শাহবাগে।শ্লোগান মুখরিত পুরো শাহবাগ চত্বর।

শাহবাগে তারা অবস্থান নেয়ায় এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এই আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে আজ আগে থেকেই সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা। পাশাপাশি সাঁজোয়া যানও ছিল। তবে আন্দোলনকারীরা তা ভেঙে শাহবাগ দখলে নেয়। আর ধীরে ধীরে সাঁজোয়া যানগুলোও সরে যায়।

Tag :
About Author Information

Md Rasel Mia

একাকিত্ব জীবন  জাপানে ৬ মাসে মৃত ৪০ হাজার বৃদ্ধ, বিচিত্র সংকটে উদীয়মান সূর্যের দেশ

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটা আন্দোলনকারীরা

সময়ঃ ০৬:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে  আজ বৃহস্পতিবার সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়। যা বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বলে জানিয়েছিল।

আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেডের প্রস্তুতি নিচ্ছিল কোটাবিরোধীরা। এর মধ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশের জলকামান-ট্যাংক ঘিরেও বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে নানা বার্তা দিতে থাকে।

শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যেতে এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের উদ্দেশে মাইকে বলেন, লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও,তোমরা মানুষের কষ্ট দিও ন।

তবে পুলিশের এই বার্তা কানে না নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটাবিরোধীরা। হাজার হাজার শিক্ষার্থী আজও অবস্থান নিয়েছে শাহবাগে।শ্লোগান মুখরিত পুরো শাহবাগ চত্বর।

শাহবাগে তারা অবস্থান নেয়ায় এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এই আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে আজ আগে থেকেই সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা। পাশাপাশি সাঁজোয়া যানও ছিল। তবে আন্দোলনকারীরা তা ভেঙে শাহবাগ দখলে নেয়। আর ধীরে ধীরে সাঁজোয়া যানগুলোও সরে যায়।