ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভা ডেকেছেন। সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়ন চূড়ান্ত করার জন্যই এই সভা ডাকা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ১৪ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করেছে ইসি। ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করবেন প্রার্থীরা। এরপর মনোনয়ন যাচাই-বাছাই ১৯-২০ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দের তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।ভোট গ্রহণ ১৪ মার্চ।
এদিকে, মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। সাধারণ আসনের মতো সংরক্ষিত আসনেও দলীয় ফরমের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবারও (৮ ফেব্রুয়ারি) ফরম বিক্রি করা হবে।