স্টাফ রিপোর্টার:সরকার ধরছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোন ড্রাইভার,পিয়ন, কত টাকা বানালো, কে কী বানালো, সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলেই সবাই জানতে পারছে।
চীন বাংলাদেশে পর্যটন, আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী :সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীরোববার বিকালে গনভবনে প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সম্প্রতি বেশ কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানালো এই টাকা। যখন আমি জানছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়।
তিনি বলেন, ধরার পর এগুলো চোখে আসে। তাছাড়া তো হয় না। যখনই ধরা পড়ে তখনই আমরা ব্যবস্থা নেই।আমাদের সরকার কোন দুর্নীতিকে প্রশ্রয় দিবেনা।তিনি বলেন প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত এবং যারা ফাঁস হওয়া প্রশ্নে সরকারি চাকরি পেয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করা হবে
পিএসসির প্রশ্নফাঁস: আলোচিত আবেদ আলীসহ গ্রেফতার ১৭
এটা এক ধরনের মানসিকতা। আরেকটা কথা, সারাবিশ্বেই যে দেশটায় অর্থনীতিতে উন্নতি হয়, সেখানেই এ ধরনের কিছু অনিয়ম হয়, কিছু লোকের হাতে চলে যায়, কিছু টাকা-পয়সা বানায়। তারা তো অপেক্ষা করে থাকে। যুগযুগ ধরে এভাবেই চলে আসছে।