আজকের ঢাকা অনলাইন ডেস্ক : ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান এর বার্তা।অবিলম্বে গনহত্যা বন্ধ করার জোড় দাবি জানান।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের ৪ দেশ
গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলার এবং প্যালেস্টাইনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করতে গিয়ে ওই হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। নেতানিয়াহুর নাম করে বলেন, ‘‘ওঁকে আল্লার কাছে পাঠিয়ে দেব।’’
গাজায় যুদ্ধবিরতি জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান এর বিরুদ্ধে। ঘটনার জেরে তেল আবিরর তুরস্ক দূতাবাসের এক শীর্ষস্থানীয় কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইজ়রায়েলের বিদেশমন্ত্রী ইজ়রায়েল কাৎজ়়।
ইহুদি সংবাদ সংস্থা ‘জুইশ ন্যাশনাল সিন্ডিকেট’-এর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ’র প্রচার সভায় গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলার এবং প্যালেস্টাইনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করতে গিয়ে ওই হুমকি দেন এর্ডোগান। নেতানিয়াহুর নাম করে বলেন, ‘‘ওঁকে আল্লার কাছে পাঠিয়ে দেব।’’ সূত্র আনন্দ বাজার অনলাইন