ডেস্ক রিপোর্ট : এক্সিম ব্যাংকের সাথে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের অপর বেসরকারি ব্যাংক পদ্মা ব্যাংক। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রথম একীভূতকরণ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে একীভূতকরণের এ সিদ্ধান্ত হয়েছে।
সরকার নতুন ৯টি ব্যাংকের অনুমোদন দেয়ার পর ২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে প্রতিষ্ঠিত হওয়া পদ্মা ব্যাংক প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় টিকে থাকার চ্যালেঞ্জে পড়ে।