০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে রেবের অভিযানে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ গ্রেফতার ৭,এলাকায় স্বস্তির ছায়া

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৭২ সময়

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩০ হতে ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটস্থ বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যা এর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাসিবুল হোসেন, পিতা-ইদ্রিস হোসেন, সাং- নুরবাগ, ২। মোঃ রকি, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন,সাং- পাকা পোল দশআনি পাড়া গলি, ৩। মোঃ ইমন, পিতা- মৃত সিরাজুল ইসলাম,সাং- মাদবর বাজার, ৪। মোঃ জুয়েল, পিতা- মৃত ইসমাইল,সাং- খোলামোড়া ৫। মোঃ তানভির, পিতা- মোঃ তাহের আলী, সাং- মাদবর বাজার, ৬। মোঃ হৃদয়, পিতা- মৃত- মোঃ নাজির, সাং- বড়গ্রাম ৭। মোঃ নাঈম, পিতা- মোঃ মাসুম, সাং- নুরবাগ দাদন মাদবর গলি, সর্ব থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।সূত্র রেব ১০

Tag :
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় বহাল

কামরাঙ্গীরচরে রেবের অভিযানে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ গ্রেফতার ৭,এলাকায় স্বস্তির ছায়া

সময়ঃ ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩০ হতে ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটস্থ বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যা এর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাসিবুল হোসেন, পিতা-ইদ্রিস হোসেন, সাং- নুরবাগ, ২। মোঃ রকি, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন,সাং- পাকা পোল দশআনি পাড়া গলি, ৩। মোঃ ইমন, পিতা- মৃত সিরাজুল ইসলাম,সাং- মাদবর বাজার, ৪। মোঃ জুয়েল, পিতা- মৃত ইসমাইল,সাং- খোলামোড়া ৫। মোঃ তানভির, পিতা- মোঃ তাহের আলী, সাং- মাদবর বাজার, ৬। মোঃ হৃদয়, পিতা- মৃত- মোঃ নাজির, সাং- বড়গ্রাম ৭। মোঃ নাঈম, পিতা- মোঃ মাসুম, সাং- নুরবাগ দাদন মাদবর গলি, সর্ব থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।সূত্র রেব ১০