স্টাফ রিপোর্টার:কোটা সংস্কার আন্দোলনকে যদি কেউ রাজনৈতিক ফাঁদে ফেলতে চায়, তবে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায় বিএনপি। কিন্তু তাদের সেই খায়েশ পূরণ হবে না। ফখরুল বলেছেন মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নেই। তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নেই। কোটাবিরোধিতা করে বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী, তার প্রমাণ আবারও দিয়েছে।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।
যুক্তরাজ্যের মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক
আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সাধারণ মানুষকে জিম্মি করছে আন্দোলনকারীরা। এটি নিয়ে কেউ যদি ফায়দা লুটতে চায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সব কর্মসূচি বন্ধ করার আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।