০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার যেকোনো পরিস্থতির জন্য সরকার দায়ী থাকবে :মির্জা ফখরুল

  • Md Rasel Mia
  • সময়ঃ ১২:১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৬৫ সময়

স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত। তাই তাদের হাতে দেশ নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক দফা সমাবেশে একথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি:মির্জা ফকরুল

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা দেশের গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। তারা একদিকে রাজনৈতিক কাঠামো এবং অন্যদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এ সময় সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দলের জন্য এই ত্যাগ পর্যাপ্ত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিস্থিতি বদলাতে হলে রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।আমরা অনেক আত্মত্যাগ করেছি, আন্দোলন আরো তীব্র করে তুলতে হবে। সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের কাজ।’ এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতিতে যাদের নাম প্রকাশ পাচ্ছে, শুধু তারাই নন, এর চেয়ে বড় রাঘব বোয়ালরা জড়িত আছে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীর মুক্তি দিন। অন্যথায় যেকোনো পরিণতির জন্য সরকারকে তৈরি থাকতে হবে।’

সরকারকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘ভারতকে সব দিয়ে এলেন, এ দেশের মানুষের জন্য কি নিয়ে এলেন? নিয়ে এসেছেন- মানুষের ভোটাধিকার হরণ।’

About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

খালেদা জিয়ার যেকোনো পরিস্থতির জন্য সরকার দায়ী থাকবে :মির্জা ফখরুল

সময়ঃ ১২:১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত। তাই তাদের হাতে দেশ নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক দফা সমাবেশে একথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি:মির্জা ফকরুল

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা দেশের গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। তারা একদিকে রাজনৈতিক কাঠামো এবং অন্যদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এ সময় সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দলের জন্য এই ত্যাগ পর্যাপ্ত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিস্থিতি বদলাতে হলে রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।আমরা অনেক আত্মত্যাগ করেছি, আন্দোলন আরো তীব্র করে তুলতে হবে। সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের কাজ।’ এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতিতে যাদের নাম প্রকাশ পাচ্ছে, শুধু তারাই নন, এর চেয়ে বড় রাঘব বোয়ালরা জড়িত আছে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীর মুক্তি দিন। অন্যথায় যেকোনো পরিণতির জন্য সরকারকে তৈরি থাকতে হবে।’

সরকারকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘ভারতকে সব দিয়ে এলেন, এ দেশের মানুষের জন্য কি নিয়ে এলেন? নিয়ে এসেছেন- মানুষের ভোটাধিকার হরণ।’