০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির সংবাদ সম্মেলন

গত নির্বাচনের পর আওয়ামী লীগ আরো বেশি বেপরোয়া হয়ে গেছে :মির্জা ফকরুল

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৪ সময়

স্টাফ রিপোর্টার : ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে গণতন্ত্রমনা বিরোধী নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর সংস্কৃতি তৈরি হয়েছে।

ফখরুল আরও বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই বলেই গণতান্ত্রকামী নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃশাসন প্রলম্বিত করতেই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।

About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

বিএনপির সংবাদ সম্মেলন

গত নির্বাচনের পর আওয়ামী লীগ আরো বেশি বেপরোয়া হয়ে গেছে :মির্জা ফকরুল

সময়ঃ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার : ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে গণতন্ত্রমনা বিরোধী নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর সংস্কৃতি তৈরি হয়েছে।

ফখরুল আরও বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই বলেই গণতান্ত্রকামী নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃশাসন প্রলম্বিত করতেই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।