০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গরমের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৯:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৮১ সময়

স্টাফ রিপোর্টার : চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) এ আদেশ দেন।

তবে ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ও লেভেল, এ লেভেল পরীক্ষা পদ্ধতির পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হাইকোর্টের আদেশমুক্ত থাকবে। এছাড়া, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে তারা চাইলে পাঠদান চালু রাখতে পারবে মত দিয়েছেন আদালত।

এ আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

ঈদের পর গত ২১ এপ্রিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট বিভাগ। পরে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এরপর গত শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, রোববার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। তবে তীব্র গরমের কারণে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রাথমিক বিদ্যালয় খুললেও গরমের কারণে পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হয়। এক শিফটের বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকার কথা বলা হয়।

স্কুল খোলার নির্দেশনা আসতেই তীব্র গরমে অন্তত তিনজন শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া যায়। হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়ে বলে বলে ধারণা করা হয়। এছাড়া, বিভিন্ন জায়গায় গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে।

এছাড়া, তীব্র তাপপ্রবাহের কারণে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গতকাল এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

Tag :
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

গরমের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট

সময়ঃ ০৯:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার : চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) এ আদেশ দেন।

তবে ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ও লেভেল, এ লেভেল পরীক্ষা পদ্ধতির পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হাইকোর্টের আদেশমুক্ত থাকবে। এছাড়া, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে তারা চাইলে পাঠদান চালু রাখতে পারবে মত দিয়েছেন আদালত।

এ আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

ঈদের পর গত ২১ এপ্রিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট বিভাগ। পরে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এরপর গত শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, রোববার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। তবে তীব্র গরমের কারণে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রাথমিক বিদ্যালয় খুললেও গরমের কারণে পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হয়। এক শিফটের বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকার কথা বলা হয়।

স্কুল খোলার নির্দেশনা আসতেই তীব্র গরমে অন্তত তিনজন শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া যায়। হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়ে বলে বলে ধারণা করা হয়। এছাড়া, বিভিন্ন জায়গায় গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে।

এছাড়া, তীব্র তাপপ্রবাহের কারণে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গতকাল এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।