স্টাফ রিপোর্টার:গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক,সাবেক আইজি ও র্যাবের মহাপরিচালক বেনজির আজমেদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়।
২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাবের ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ১৮৫ দিন গুম থাকা ভুক্তভোগী আইনজীবী।
এই আইনজীবীর দাবি বিএনপি নেতা সালাহউদ্দিনের সঙ্গে তাদের গুম করা হয়। তাদের চোখ বেঁধে এক কক্ষেই রাখা হয়।