দিলীপ কুমার দাস বিভাগীয় সংবাদদাতা।
ময়মনসিংহের গৌরীপুরের ঐতিয্যবাহী শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন গৌরীপুর উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে প্রজ্জলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিমের সভাপতিতে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদের স্মরণে দোয়া পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা হারুন অর রশিদ।