০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১০ সময়

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে। তাই সংবিধান ও বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কারে বেশি সময় লাগার কথা নয়।

বিএনপির সিনিয়র নেতা বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় পাশ্ববর্তী দেশটি।

তিনি আরও বলেন, ভারতে দুর্গোৎসবকে কেন্দ্র করে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ভারতে ইলিশ রফতানিতে বিএনপি কখনও বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন, বাংলাদেশের মানুষ তাতে আবেগপ্রবণ হতেই পারে।

Tag :
About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

সময়ঃ ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে। তাই সংবিধান ও বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কারে বেশি সময় লাগার কথা নয়।

বিএনপির সিনিয়র নেতা বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় পাশ্ববর্তী দেশটি।

তিনি আরও বলেন, ভারতে দুর্গোৎসবকে কেন্দ্র করে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ভারতে ইলিশ রফতানিতে বিএনপি কখনও বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন, বাংলাদেশের মানুষ তাতে আবেগপ্রবণ হতেই পারে।