ডেস্ক রিপোর্ট : পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদলকে লক্ষ্য করে ইরান সম্প্রতি হামলা চালানোর পর আশঙ্কা তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সীমানা ছাপিয়ে অন্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।
পাকিস্তানের সরকার নিশ্চিত করে বলেছে যে, ওই হামলায় দুটি শিশু নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছে।
তারা বলেছে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলা “সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য”। একই সাথে “কোনও ধরনের উস্কানি ছাড়াই” আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনার বদলা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
ইরান দাবি করেছে, জাইশ আল-আদল নামে একটি সুন্নি জঙ্গি গোষ্ঠী পাকিস্তান-ইরান সীমান্তে সক্রিয়।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের মদত দিয়ে যাচ্ছে। অতীতে ইরানের নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি।সূত্র বিবিসি বাংলা