০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ রূপান্তরে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৯ সময়

লেখক গবেষক ড এবাদুর রহমানকে প্রধান করে ১৯ সদস্যের ‘জুলাই স্মৃতি জাদুঘর’ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার সকালে গণভবন পরিদশর্ন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রুপান্তরের কার্যক্রম নিয়ে আহ্বায়ক কমিটি গঠন সংক্রান্ত এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৯ সদস্যের এ কমিটির প্রধান হিসবে কাজ করবেন লেখক ও গবেষক এবাদুর রহমান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন।’

নাহিদ আরও বলেন, ‘বিগত ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রক্ষিত থাকবে।’

তিনি বলেন, ‘শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে।’

অন্তর্বর্তী সরকারের পরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এই কার্যক্রম চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে।’

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এরপরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে।

Tag :
About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে

গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ রূপান্তরে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি

সময়ঃ ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

লেখক গবেষক ড এবাদুর রহমানকে প্রধান করে ১৯ সদস্যের ‘জুলাই স্মৃতি জাদুঘর’ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার সকালে গণভবন পরিদশর্ন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রুপান্তরের কার্যক্রম নিয়ে আহ্বায়ক কমিটি গঠন সংক্রান্ত এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৯ সদস্যের এ কমিটির প্রধান হিসবে কাজ করবেন লেখক ও গবেষক এবাদুর রহমান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন।’

নাহিদ আরও বলেন, ‘বিগত ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রক্ষিত থাকবে।’

তিনি বলেন, ‘শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে।’

অন্তর্বর্তী সরকারের পরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এই কার্যক্রম চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে।’

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এরপরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে।