০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ওভারব্রীজে উড়োজাহাজের পাখা আটকিয়ে রোডে যানযটের সৃষ্টি

  • Md Rasel Mia
  • সময়ঃ ১০:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ২২৩ সময়

স্টাফ রিপোর্টার : রাজধানীর  বিএএফ শাহীন স্কুল এন্ড  কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে প্রায় আধ ঘন্টার জন্য  যানজটের সৃষ্টি হয় ওই সড়কে।বিমান বাহিনীর  পুরাতন এ উড়োজাহাজ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজটির লেজ খুলে ব্রিজ থেকে সরাতো। সামনে এগোনোর সুযোগ পায়। রোববার (৩১ মার্চ) রাত সারে ১০টার এ ঘটনা ঘটে।

ডিজেল ও কেরোসিন এর দাম কমালো সরকার,অপরিবর্তিত অকটেন ও পের্ট্রোল

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকে করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

 

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভারব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের হস্তক্ষেপে পাশ দিয়া যান চলাচলের ব্যবস্থা করে দেন। এর কিছু সমায় পর উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।

এদিকে, ফুটওভারব্রিজে উড়োজাহাজ আটকে থাকতে দেখে পথচারী ও বাসে থাকা লোকজন ছবি আবার কেউ সেলফি  তুলছিলেন।

বিএএফ শাহীন কলেজের সামনে দায়িত্বরত  নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকে বলেন, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন।

Tag :
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

ঢাকায় ওভারব্রীজে উড়োজাহাজের পাখা আটকিয়ে রোডে যানযটের সৃষ্টি

সময়ঃ ১০:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজধানীর  বিএএফ শাহীন স্কুল এন্ড  কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে প্রায় আধ ঘন্টার জন্য  যানজটের সৃষ্টি হয় ওই সড়কে।বিমান বাহিনীর  পুরাতন এ উড়োজাহাজ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজটির লেজ খুলে ব্রিজ থেকে সরাতো। সামনে এগোনোর সুযোগ পায়। রোববার (৩১ মার্চ) রাত সারে ১০টার এ ঘটনা ঘটে।

ডিজেল ও কেরোসিন এর দাম কমালো সরকার,অপরিবর্তিত অকটেন ও পের্ট্রোল

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকে করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

 

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভারব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের হস্তক্ষেপে পাশ দিয়া যান চলাচলের ব্যবস্থা করে দেন। এর কিছু সমায় পর উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।

এদিকে, ফুটওভারব্রিজে উড়োজাহাজ আটকে থাকতে দেখে পথচারী ও বাসে থাকা লোকজন ছবি আবার কেউ সেলফি  তুলছিলেন।

বিএএফ শাহীন কলেজের সামনে দায়িত্বরত  নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকে বলেন, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন।