আজকের ঢাকা অনলাইন ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এছাড়া ভূমিকম্পের পর তাইওয়ান, জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তাইওয়ানের অন্তত ২৬ টি ভবন ধসে পড়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, বুধবার (৩ রা এপ্রিল) জাপানের স্থানীয় সময় সকাল পনে ৯টার দিকে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তাইওয়ান সরকার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরে অন্তত ৫জনের মৃত্যু হয়েছে। আর অনেক আহত অবস্থায় আছে।
সরকার আরও জানিয়েছে, অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর এসব ধসে পড়া ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫.৫ কিলোমিটার।
আল্লাহর কাছে পাঠিয়ে দিব, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তুরস্কের প্রেসিডেন্টের হুমকি
ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানতে পারে এ শঙ্কায় জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।