স্টাফ রিপোর্টার :যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে করেছিল সেই গণতন্ত্র আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন।
কুটনৈতিকদের সম্মানে বিএনপির ইফতার, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে:মির্জা ফখরুল
মঈন খান বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। দেশে তারা বর্তমানে অলিখিত বাকশাল চলছে । এটি আমার কথা না, বিশ্ববাসীর কথা। মানুষ দেখেছে কীভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাদের নামে এক লাখ মামলা দেয়া হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।হাজার হাজার নেতাকর্মী এখোনও এলাকা ছাড়া।
বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জিয়ার স্বাধীনতার ঘোষণা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ শুনেছে। তারা জেনেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতে চলেছে। জিয়াউর রহমান সরাসরি যুদ্ধ করে দেশের জয়ের পথ প্রসারিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি