০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
যুক্তরাষ্ট্রের কৃষক গড়লেন বিশ্বরেকর্ড

দৈত্যকার১১৫৮ কেজির মিষ্টি কুমড়া নিউইয়র্কে,  যার ওজন একটি জলহস্তীর চেয়েও বেশি !

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৩৫ সময়

অনলাইন ডেস্ক:প্রতিযোগিতায় এসেছে বিশাল এক মিষ্টি কুমড়া! মিষ্টি কুমড়ার সামনে হাসি মুখ করে বসে আছেন দুজন। প্রতিযোগিতায় আসা মিষ্টি কুমড়া কিন্তু যেনতেন নয়। ওজন তার ১ হাজার ১৫৮ কেজি! এবার কি আপনার চোখ কপালে উঠে গেলো?

দশ বছরের ছোট স্বামী মহসিনের কাছে বিচ্ছেদ চেয়ে আদালতে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর!

এক কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। দৈত্যাকার এই কুমড়া নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। গড়েছেন রেকর্ডও।

নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস। তার ক্ষেতেই ফলেছে এ বিশাল কুমড়া। যা দিয়ে তিনি ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন।

অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। তার এই কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক ১ হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়োটি।আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।

নিউ ইয়র্কের কৃষক স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন।

About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

যুক্তরাষ্ট্রের কৃষক গড়লেন বিশ্বরেকর্ড

দৈত্যকার১১৫৮ কেজির মিষ্টি কুমড়া নিউইয়র্কে,  যার ওজন একটি জলহস্তীর চেয়েও বেশি !

সময়ঃ ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

অনলাইন ডেস্ক:প্রতিযোগিতায় এসেছে বিশাল এক মিষ্টি কুমড়া! মিষ্টি কুমড়ার সামনে হাসি মুখ করে বসে আছেন দুজন। প্রতিযোগিতায় আসা মিষ্টি কুমড়া কিন্তু যেনতেন নয়। ওজন তার ১ হাজার ১৫৮ কেজি! এবার কি আপনার চোখ কপালে উঠে গেলো?

দশ বছরের ছোট স্বামী মহসিনের কাছে বিচ্ছেদ চেয়ে আদালতে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর!

এক কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। দৈত্যাকার এই কুমড়া নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। গড়েছেন রেকর্ডও।

নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস। তার ক্ষেতেই ফলেছে এ বিশাল কুমড়া। যা দিয়ে তিনি ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন।

অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। তার এই কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক ১ হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়োটি।আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।

নিউ ইয়র্কের কৃষক স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন।