নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! কীভাবে এটা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই দেখতে পাবেন ডিলিটেড মেসেজ। এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কী। যদি অ্যান্ড্রয়েড ভার্সন ১১ বা তার উপর হয়, তাহলেই আপনার ফোনে দেখা যাবে মুছে ফেলা মেসেজ।
১. প্রথমে ফোনের সেটিংসে যান।
২. তার পর বেছেনিন নোটিফিকেশন।
৩. এর পর যান মোর সেটিংস বা অ্যাডভান্সড সেটিংস।
৪. এর পর যান নোটিফিকেশন হিস্টরিতে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা Toggle চালু করে দিন।
এর মাধ্যমে আপনি ফোনে গত ২৪ ঘণ্টায় যা যা নোটিফিকেশন পেয়েছেন তা দেখতে পাবেন। তার মধ্যেই থাকবে ডিলিটেড মেসেজও। প্রসঙ্গত, আগেও ডিলিটেড মেসেজ দেখা যেত। সেক্ষেত্রে ব্যবহার করতে হত থার্ড পার্টি অ্যাপ।