ডেস্ক রিপোর্ট : পুনম পাণ্ডে ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই মর্মে মুম্বই পুলিশের কাছে আর্জি জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তাঁর মতে, মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।
শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছিল, জরায়ু-মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের এই তারকার। এক দিন পর, শনিবার পুনম একটি ভিডিয়োর মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। এই গোটাটই আসলে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র। যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তাঁর এই কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিৎ বলে মনে করেন।সূত্র আনন্দ বাজার অনলাইন