০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক আর ইন্সটাগ্রামের মালিক মেটা রাশিয়ার‍ আরটি চ্যানেল নিষিদ্ধ করেছে

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১ সময়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মেটা বলেছে তারা তাদের সামাজিক মাধ্যম প্লাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করছে। কারণ হিসেবে মেটা বলে, এই গণমাধ্যমগুলো মস্কোর প্রচারণা ছড়ানোর জন্য “প্রতারণামূলক কৌশল” ব্যবহার করে। এই ঘোষণা ক্রেমলিন মঙ্গলবার এই ঘোষণার তীব্র তিরস্কার জানায়।

মেটা, যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মালিক, সোমবার দিনের শেষে জানায় তারা আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করবে। রাশিয়ার প্রভাব বিস্তার করতে “গোপন কার্যক্রমের” মোকাবেলা করার জন্য মেটা তাদের তৎপরতা বৃদ্ধি করছে।

 

“অনেক বিবেচনার পর, আমরা রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিরুদ্ধে আমাদের চলমান কাজের পরিধি বাড়াচ্ছি: রোসিয়া সেগদনিয়া, আরটি (রাশিয়া টুডে) এবং অন্যান্য সম্পর্কিত মিডিয়া এখন বিদেশি হস্তক্ষেপের কারণে আমাদের অ্যাপ থেকে বিশ্বব্যাপী নিষিদ্ধ,” মেটা এক বিবৃতিতে জানায়।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বেছে বেছে রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণযোগ্য না,” এবং “এ’ধরনের পদক্ষেপের মাধ্যমে মেটা নিজেকেই হেয় করছে।”

“আমরা এটাকে খুবই নেতিবাচক দৃষ্টিতে দেখছি। এর ফলে মেটার সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও জটিল হয়ে গেল,” পেস্কভ তাঁর দৈনিক ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন।

এক সময় আরটি রাশিয়া টুডে নামে পরিচিত ছিল। রোসিয়া সেগদনিয়া হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এবং স্পুটনিক-এর মধ্যে সংবাদ ব্রান্ডের পরিচালক কোম্পানি।

“পশ্চিমা বিশ্বে একটা মজার প্রতিযোগিতা চলছে – নিজেদেরকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য কে আরটিকে সব চেয়ে বেশি পিটান দিতে পারবে,” আরটি এক বিবৃতিতে বলে।

রোসিয়া সেগদনিয়া মন্তব্যর জন্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের অনুরধে সারা দেয় নাই।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

ফেসবুক আর ইন্সটাগ্রামের মালিক মেটা রাশিয়ার‍ আরটি চ্যানেল নিষিদ্ধ করেছে

ফেসবুক আর ইন্সটাগ্রামের মালিক মেটা রাশিয়ার‍ আরটি চ্যানেল নিষিদ্ধ করেছে

সময়ঃ ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মেটা বলেছে তারা তাদের সামাজিক মাধ্যম প্লাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করছে। কারণ হিসেবে মেটা বলে, এই গণমাধ্যমগুলো মস্কোর প্রচারণা ছড়ানোর জন্য “প্রতারণামূলক কৌশল” ব্যবহার করে। এই ঘোষণা ক্রেমলিন মঙ্গলবার এই ঘোষণার তীব্র তিরস্কার জানায়।

মেটা, যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মালিক, সোমবার দিনের শেষে জানায় তারা আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করবে। রাশিয়ার প্রভাব বিস্তার করতে “গোপন কার্যক্রমের” মোকাবেলা করার জন্য মেটা তাদের তৎপরতা বৃদ্ধি করছে।

 

“অনেক বিবেচনার পর, আমরা রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিরুদ্ধে আমাদের চলমান কাজের পরিধি বাড়াচ্ছি: রোসিয়া সেগদনিয়া, আরটি (রাশিয়া টুডে) এবং অন্যান্য সম্পর্কিত মিডিয়া এখন বিদেশি হস্তক্ষেপের কারণে আমাদের অ্যাপ থেকে বিশ্বব্যাপী নিষিদ্ধ,” মেটা এক বিবৃতিতে জানায়।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বেছে বেছে রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণযোগ্য না,” এবং “এ’ধরনের পদক্ষেপের মাধ্যমে মেটা নিজেকেই হেয় করছে।”

“আমরা এটাকে খুবই নেতিবাচক দৃষ্টিতে দেখছি। এর ফলে মেটার সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও জটিল হয়ে গেল,” পেস্কভ তাঁর দৈনিক ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন।

এক সময় আরটি রাশিয়া টুডে নামে পরিচিত ছিল। রোসিয়া সেগদনিয়া হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এবং স্পুটনিক-এর মধ্যে সংবাদ ব্রান্ডের পরিচালক কোম্পানি।

“পশ্চিমা বিশ্বে একটা মজার প্রতিযোগিতা চলছে – নিজেদেরকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য কে আরটিকে সব চেয়ে বেশি পিটান দিতে পারবে,” আরটি এক বিবৃতিতে বলে।

রোসিয়া সেগদনিয়া মন্তব্যর জন্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের অনুরধে সারা দেয় নাই।