ডেস্ক রিপোর্ট :
একুশে বইমেলায় আবারও হেনস্তার শিকার হলেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এই দম্পতি সোমবার দ্বিতীয়বারের মতো বইমেলা প্রাঙ্গণে বেশি সময় থাকতে পারেননি। তাদেরকে দেখে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক দুয়োধ্বনি ওঠার পর তারা বইমেলা থেকে বেরিয়ে যান।
এর আগে বইমেলার নবম দিনে শুক্রবার ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদ এবং তার স্ত্রী তিশাকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।
সোমবার বিকেলে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে আবারও বইমেলায় প্রবেশ করেন এই দম্পতি। সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করার পরেই, একদল দর্শনার্থী দুয়োধ্বসি দিতে শুরু করেন। এর পরপরই নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে আসেন মুশতাক-তিশা দম্পতি।
পরে সাংবাদিকদের উদ্দেশে মুশতাক বলেন, বইমেলা একটি পবিত্র জায়গা। এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য। আমি সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছি।
এর আগে বইমেলায় প্রবেশ করেই কান্নায় ভেঙ্গে পড়েন তিশা। এ সময় তিনি বলেন, আমাদেরকে তারা কি বাঁচতে দেবে না, কেন এমন সব কথা বলবে তারা, আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে, আমি অনেক বই পড়ি, কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বইমেলা প্রাঙ্গণ থেকে তাড়া খাওয়া ঘটনায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন আলোচিত এই যুগল। এই দম্পতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে।