নিজস্ব প্রতিবেদক:জেলার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া কেরামতিয়া রাবেয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। ৪ সদস্যের কমিটির মেয়াদ আগামী ৬ মাস।
তরুণ ব্যবসায়ী মো. জুয়েল খানকে সভাপতি, সিনিয়র শিক্ষক মো. শাহ জাহানকে শিক্ষক প্রতিনিধি এবং মো. কামরুজ্জামান খানকে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়া হয়। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার বর্তমান সুপারিনটেনডেন্ড।
আরও পড়ুন
ইশরাক কে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত
গত সোমবার (২০ এপ্রিল) বোর্ড রেজিস্ট্রারের সাক্ষরিত জানানো হয়।
এডহক কমিটি আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন
সভাপতি জুয়েল খান জানান, ধর্মীয় ও দ্বীনি শিক্ষা বিস্তারে এ মাদ্রাসা সুনামের সঙ্গে ভূমিকা রাখছে। এমন প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া খুবই সৌভাগ্যের। দায়িত্ব পালন ও বোর্ডের দেয়া লক্ষ্য অর্জনে শিক্ষক-অভিভাবক- শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। নবগঠিত কমিটির সদস্যরা শিগগিরই বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানান মো. জুয়েল খান।