স্টাফ রিপোর্টার :দেশে কাবাডি খেলার প্রসারে অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৩ সালের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।বিএসপিএর সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
চোরাই মোবাইল ৩ সেকেন্ডে ফোনের আইএমইআই পরিবর্তন করে বিক্রিয় করতেন :র্যাব
এ উপলক্ষে আগামী ২১ এপ্রিল রোববার এক জমকালো অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে বিএসপিএ এর পুরস্কার তুলে দেবে।
দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, যা বর্তমানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) নামে পরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার দুই বছর পর ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে। অর্ধশতাব্দীর বেশি সময়ে কয়েক শ ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে এ পুরস্কার।
সেরা সংগঠক হওয়ায় বিএসপিএর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ডিএমপি কমিশনারকে।
৯৯৯ এ ফোনে ২ ছিনতাই কারীকে গ্রেফতার করল পুলিশ
হাবিবুর রহমান একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সেক্রেটারি ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি তাঁর হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় আবির্ভূত হয়। তাঁর গতিশীল নেতৃত্বে দেশে বাংলাদেশ গেমস, যুব গেমস, জাতীয় কাবাডি প্রতিযোগিতা, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি, প্রিমিয়ার কাবাডি লীগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ কাবাডি লীগসহ অসংখ্য কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ কাবাডির অবস্থান পঞ্চম।
এ ছাড়া এশিয়ান কাবাডিতে পঞ্চম ও সাউথ এশিয়ান কাবাডিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কাবাডিতে তাঁর অভূতপূর্ব উদ্যোগের কারণে ২০২২ সালে ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে কাবাডি ফেডারেশন শ্রেষ্ঠ ফেডারেশন হিসেবে স্বীকৃতি পায়।সূত্র পুলিশ নিউজ