আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আগামী বুধবার ঢাকা থেকে শুরু হয়ে আখাউরা সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লংমার্চ।
সোমবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচি ঘোষণা করে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, “ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আমাদের এই লং মার্চের কর্মসূচি”।
তিনি জানান, বুধবার সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে সেখান থেকে লং মার্চ শুরু হয়ে শেষ হবে এবং শেষ হবে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে।
এই কর্মসূচিতে অংশ নিতে সর্বস্তরের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এর আগে রোববার এই তিন সংগঠন বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতৃবৃন্দ বারিধারায় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করে।