বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। একটা চোরের দল যারা লুটপাট করেছে, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে- বাংলাদেশে তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করতে গিয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? যেটা ভারত-আমেরিকার কারও নেই। আমাদের দেশে একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে।
মেজর হাফিজ বলেন, ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছে।মেজর হাফিজ বলেন, ‘দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে।’ বাংলাদেশের বাইরে ট্রাম্পকে তো আমরা কিছু করতে পারব না, মোদিরও কিছু করতে পারব না, নেতানিয়াহুকেও কিছু করতে পারব না। কিন্তু হাসিনা যেন না আসে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না। বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আমরা সব ধর্মের সব বর্ণের মানুষ নিয়ে সুন্দর একটা দেশে বসবাস করতে চাই। ১৯৭১ সালে কেন যুদ্ধ করেছি, পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল। তার বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হলো? সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না। মানবতা আমাদের কাছে বড়।