নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।
পুলিশ জানায়, ঢাকাগামী মহুয়া কমিউটার থেকে নেমে ময়মনসিংহ রেলস্টেশনের ৫ নং প্ল্যাটফর্মের পাশে প্রস্রাব করতে যান গোপাল চন্দ্র পাল (৪৫)। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। ওই সময় গোপালের কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কিন্তু নিজের ফোনটি দিতে না চাওয়ায় বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে রেলওয়ে পুলিশ গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক চন্দ্র পাল বলেন, ছিনতাইকারীরা গোপালের মোবাইল ফোনটি নিতে পারিনি। সেটি আমাদের হেফাজতে রয়েছে। মোবাইল ফোনটি নিয়ে টানাটানি করার এক পর্যায়ে গোপালকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত তাদেরকে শনাক্ত করতে অভিযান চলছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রেলস্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহতের ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।