নিজস্ব প্রতিবেদক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮-ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে গত ২ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৌরীপুর আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হাসান অণু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ কৃষিবিদ ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য মোরশেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
বক্তারা বলেন, সাবেক ছাত্রদল নেত্রী নিলুফার আনজুম পপিকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনীত করায় মুজিব আদর্শের সকল নেতাকর্মী আজ বাকরুদ্ধ। গৌরীপুরবাসী আজ হতাশায় নিমজ্জিত। প্রকৃত বিষয় উনি সহ উনার পরিবার ও আত্মীয় স্বজন কারও সাথে আওয়ামীলীগের কোন প্রকার সম্পৃক্ততা নেই।
তাই আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তন করে নতুন করে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, ১৪৮-ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনের এখানে উপস্থিত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছয়জন উপস্থিত আছি। আমরা সকলেই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের মাঝ থেকে যে কাউকে নৌকার প্রার্থী মনোনীত করলে কারও কোন আপত্তি নাই। তারা সবাই নৌকার পক্ষে কাজ করে যাবে