০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুকেশ-নীতা আম্বানির ছেলের  বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে দামী উপহার

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৫৪ সময়

আন্তর্জাতিক ডেস্ক:শুধু বিয়ের আয়োজনে নয়, অতিথি আপ্যায়নেও ত্রুটি রাখতে চান না মুকেশ-নীতা। অতিথিদের জন্যেও রয়েছে উপহারের ব্যাগ। কী থাকবে সেই ব্যাগে? অবশেষে প্রতীক্ষার অবসান। তিন মাসের প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন শেষে, শুক্রবার চার হাত এক হতে চলেছে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের। মুম্বইয়ের ‘জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার’-এ হলে বসবে বিয়ের আসর। মেমেরু, ডাণ্ডিয়া, সঙ্গীত, হলদি অনুষ্ঠান পেরিয়ে এ বার সেই মাহেন্দ্রক্ষণ। রাত আটটায় বসবে বিয়ে। বিয়ে বাড়ির প্রস্তুতি শেষ। এ বার শুধু প্রতাীক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করা। অম্বানীদের অনুষ্ঠান যতটা জমকালো, রাজকীয় হয়, ঠিক ততটাই চমকপ্রদ তাঁদের অতিথি তালিকা। নামী রাজনীতিবিদ থেকে বলিউড তারকা— অম্বানীদের অতিথি-মহল একেবারে চাঁদের হাট। শুধু বিয়ের আয়োজনে নয়, অতিথি আপ্যায়নেও ত্রুটি রাখতে চান না মুকেশ-নীতা। অতিথিদের জন্যেও রয়েছে উপহারের ব্যাগ। কী থাকবে সেই ব্যাগে?

কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা

দামি ঘড়ি

অতিথিদের প্রায় কয়েক লক্ষ টাকার দামের ঘড়ি উপহার দেবেন অম্বানীরা। সেই ঘড়ির নকশা দেখলেই নাকি চোখ জুড়িয়ে যাবে। সেই ঘড়িতে থাকছে নানারকম সুযোগ সুবিধাও। অতিথিরা দেখে খুশি হবেন, তেমন ঘড়িই দিচ্ছেন অম্বানীরা।

ডিজ়াইনার শাড়ি

অম্বানীদের দেওয়া উপহারে ব্যাগে থাকছে ডিজ়াইনার শাড়ি। মুম্বইয়ের প্রথিতযশা পোশাকশিল্পীকে দিয়ে তৈরি করা হয়েছে এই শাড়ি। আবার কিছু শাড়ি আনা হয়েছে বেনারস, কাশ্মীর এবং রাজকোট থেকেও। তবে কার ভাগ্য কোন শাড়ি পড়বে, সেটা আগে থেকে বলা যায় না।

রূপোর শো পিস

শাড়ি, ঘড়ি ছাড়াও উপহারের ব্যাগে থাকছে রূপো দিয়ে তৈরি ময়ূরের মূর্তি। বিশেষ অর্ডার দিয়ে করিমনগর থেকে এই শো পিস তৈরা করানো হয়েছে। রূপো দিয়ে তৈরি এই শিল্পকর্ম আসলে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরবে।

শৌখিন ব্যাগ

অতিথিদের জন্য রয়েছে ফরাসি সংস্থা লুই ভিঁতোর ব্যাগ। শৌখিন এই ব্যাগের দাম প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি। অতিথিদের হাতে সেই ব্যাগ তুলে দেবেন অম্বানী। ব্যাগের গায়ে বন্য পরিবেশের ছবি। ব্যাগের চেন সোনার জল করা।

About Author Information

Md Rasel Mia

একাকিত্ব জীবন  জাপানে ৬ মাসে মৃত ৪০ হাজার বৃদ্ধ, বিচিত্র সংকটে উদীয়মান সূর্যের দেশ

মুকেশ-নীতা আম্বানির ছেলের  বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে দামী উপহার

সময়ঃ ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:শুধু বিয়ের আয়োজনে নয়, অতিথি আপ্যায়নেও ত্রুটি রাখতে চান না মুকেশ-নীতা। অতিথিদের জন্যেও রয়েছে উপহারের ব্যাগ। কী থাকবে সেই ব্যাগে? অবশেষে প্রতীক্ষার অবসান। তিন মাসের প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন শেষে, শুক্রবার চার হাত এক হতে চলেছে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের। মুম্বইয়ের ‘জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার’-এ হলে বসবে বিয়ের আসর। মেমেরু, ডাণ্ডিয়া, সঙ্গীত, হলদি অনুষ্ঠান পেরিয়ে এ বার সেই মাহেন্দ্রক্ষণ। রাত আটটায় বসবে বিয়ে। বিয়ে বাড়ির প্রস্তুতি শেষ। এ বার শুধু প্রতাীক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করা। অম্বানীদের অনুষ্ঠান যতটা জমকালো, রাজকীয় হয়, ঠিক ততটাই চমকপ্রদ তাঁদের অতিথি তালিকা। নামী রাজনীতিবিদ থেকে বলিউড তারকা— অম্বানীদের অতিথি-মহল একেবারে চাঁদের হাট। শুধু বিয়ের আয়োজনে নয়, অতিথি আপ্যায়নেও ত্রুটি রাখতে চান না মুকেশ-নীতা। অতিথিদের জন্যেও রয়েছে উপহারের ব্যাগ। কী থাকবে সেই ব্যাগে?

কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা

দামি ঘড়ি

অতিথিদের প্রায় কয়েক লক্ষ টাকার দামের ঘড়ি উপহার দেবেন অম্বানীরা। সেই ঘড়ির নকশা দেখলেই নাকি চোখ জুড়িয়ে যাবে। সেই ঘড়িতে থাকছে নানারকম সুযোগ সুবিধাও। অতিথিরা দেখে খুশি হবেন, তেমন ঘড়িই দিচ্ছেন অম্বানীরা।

ডিজ়াইনার শাড়ি

অম্বানীদের দেওয়া উপহারে ব্যাগে থাকছে ডিজ়াইনার শাড়ি। মুম্বইয়ের প্রথিতযশা পোশাকশিল্পীকে দিয়ে তৈরি করা হয়েছে এই শাড়ি। আবার কিছু শাড়ি আনা হয়েছে বেনারস, কাশ্মীর এবং রাজকোট থেকেও। তবে কার ভাগ্য কোন শাড়ি পড়বে, সেটা আগে থেকে বলা যায় না।

রূপোর শো পিস

শাড়ি, ঘড়ি ছাড়াও উপহারের ব্যাগে থাকছে রূপো দিয়ে তৈরি ময়ূরের মূর্তি। বিশেষ অর্ডার দিয়ে করিমনগর থেকে এই শো পিস তৈরা করানো হয়েছে। রূপো দিয়ে তৈরি এই শিল্পকর্ম আসলে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরবে।

শৌখিন ব্যাগ

অতিথিদের জন্য রয়েছে ফরাসি সংস্থা লুই ভিঁতোর ব্যাগ। শৌখিন এই ব্যাগের দাম প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি। অতিথিদের হাতে সেই ব্যাগ তুলে দেবেন অম্বানী। ব্যাগের গায়ে বন্য পরিবেশের ছবি। ব্যাগের চেন সোনার জল করা।