যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গতকাল রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন তিনি। সেখানেই ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর “রেকর্ড” সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
শনিবার এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের আমেরিকা থেকে বের করে দেবেন।
ট্রাম্প বলেছেন, এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে।
এ ছাড়া নববির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি আমেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।
ট্রাম্প বলেন, আমার প্রথমদিন হবে আপনাদের জন্য সেরাদিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম ১০০ দিন হবে অসাধারণ প্রথম ১০০ দিন। এ ছাড়া তিনি জানিয়েছেন, বাইডেনের আমলে নেওয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন।
ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন।
৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।
২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়। সেইসময় জাতীয় নিরাপত্তার অজুহাতে সিআইএ এবং এফবিআইয়ের চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথমদিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা।
ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।