০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রকারী যেই হোক,কাউকে  ছাড় দেওয়া হবে না: মাহফুজ আলম

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০৯:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১২ সময়

স্টাফ রিপোর্টার:প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

কথা রাখলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রথম মাসের বেতন দিলেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

এ সময় শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কথা জানান। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবে।’

এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে মত বিনিময় হয়েছে।

উল্লেখ্য, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রবিবার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল

ষড়যন্ত্রকারী যেই হোক,কাউকে  ছাড় দেওয়া হবে না: মাহফুজ আলম

সময়ঃ ০৯:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার:প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

কথা রাখলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রথম মাসের বেতন দিলেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

এ সময় শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কথা জানান। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবে।’

এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে মত বিনিময় হয়েছে।

উল্লেখ্য, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রবিবার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।