স্টাফ রিপোর্টার: জধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাসায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন সন্দেহে বাড়িটি ঘেরাও করেছে উত্তেজিত জনতা। পরে সেখানে সেনাবাহিনী প্রবেশ করে তল্লাশি চালায়।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার বাড়িটি ঘেরাও করে স্থানীয় উত্তেজিত জনতা। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা। বাড়িটি আসাদুজ্জামান খান কামালের এক আত্মীয়ের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন। এরপর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন তারা। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পর রাত আড়াইটার দিকে বাড়িটিতে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করে। তবে অনেক তল্লাশির পরেও আসাদুজ্জামান খান কামালকে পাওয়া যায়নি।