দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান (মুক্তা) কে সভাপতি ও তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর নালিতাবাড়ী উপজেলা শাখা অনুমোদন করা হয়েছে।
চাকরির বাজারভয়েজার গ্রুপ এ হিসাব রক্ষক সহ বিভিন্ন পদে চাকরি: বেতন আলোচনা সাপেক্ষে
গত ( ৮ মার্চ শুক্রবার) উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল শেষে ১৮ মার্চ সোমবার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কাউন্সল শেষে জেলা শাখার আহবায়ক সারোয়ার জাহান তপন ও সদস্য সচিব নুরুজ্জামান আকন্দ তপন এ শাখার অনুমোদন করেন।
পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
সোমবার রাতে প্রেসক্লাবে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪ সদস্য বিশিষ্ট স্বাচিপ এর কার্যকরী কমিটির উল্লেখযোগ্য অন্যান্যরা হলেন- শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ সেকান্দর আলী, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শওকত মোস্তফা দোলন, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক রাজীব সরকার, সরকারী নাজমুল স্মৃতি কলেজের প্রভাষক তাহমিনা খাতুন প্রমুখ।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নালিতাবাড়ী উপজেলায় বা উপজেলা থেকে বিভিন্ন স্থানে শিক্ষকতা পেশায় কর্মরত বেসরকারী কিন্ডারগার্ডেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা এ সংগঠনের সদস্য হয়েছেন।
গত ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন। আলোচক হিসেবে স্বাশিপ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ, সারোয়ার জাহান তপন, নাদিরুজ্জামান, ড. ভাস্কর সেন গুপ্ত, নুরুজ্জামান তপন, যোগেন চন্দ্র রায় বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।