স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার হিজলা উপজেলায় ঘুর্ণিঝড়ে রেমালের তান্ডবে নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষত্রিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডক্টর শাম্মী আহমেদ এমপি।
ঘুর্ণিঝড়ে বিপর্যস্ত হিজলা উপজেলার জনগণ, এগিয়ে আসলেন চেয়ারম্যান দিপু
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করতে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রী
শনিবার দিনভর হিজলা উপজেলার বিভিন্ন গ্রামের পারিদর্শনের সময় ডক্টর শাম্মী আহমেদ এমপি নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার দুর্গত মানুষদের আমি খোঁজ নিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায় মানুষের ব্যথা বোঝেন। তার শাসন কালে কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবে না। দেশের অসহায় মানুষের মুখে খাবার দিতে তিনি সব সময় দৃঢ় কাজ কর যাচ্ছেন। করোনা সহ অতীতের সকল প্রাকৃতিক দূর্যোগ কালে তিনি দেশের সকল অসহায় মানুষের সেবা ও হাসি ফুটাতে পাশে দাঁড়িয়েছেন। এবারের ঘূর্ণিঝড় রেমালেও ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তাও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকার ভর্তুকি দিবে।কৃষক বাচলে দেশ বাঁচবে।
অটো স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দিপু সিকদার
এ সময় তিনি তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী প্রদান করেন ও পরবর্তীতে বিভিন্ন সহযোগীতার আশ্বাস দেন।
হিজলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার এর সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দীগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহমেদ, সাবেক সহ সভাপতি প্রবীন নেয়ামতউল্লা মাস্টার, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,আমির হোসেন নান্নু মাস্টার, আব্দুল লতিফ খান,আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হুমায়ুন কবির রুবেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রিন্স,মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার খান,সাধারণ সম্পাদক আলতাফ সরদার ,হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন দফাদর ,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহসান হাবিব হিরন হাওলাদার, সাধারণ সম্পাদক মোসারেফ তালুকদার, ধুলখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জামাল উদ্দিন ঢালী,মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়ের মৃধা, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়মীলীগের সহ সভাপতি আরিফ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ পেদা,ইদ্রিস চৌকিদার, ইউপি সদস্য ঝন্টু বেপারী, ঝন্টু হাওলাদার,জুয়েল রাড়ী, মোহাম্মদ আলী, লিটন সরদার, রফিকুল ইসলাম, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়ের মৃধা,এছাড়া উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবলীগের সভাপতি মিজান সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মহিম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রকি, উপজেলা প্রশাসন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।