জসিম উদ্দিন বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার বিকাল চারটায় নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
২য় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মনোনয়ন দাখিল করা প্রার্থীরা সবাই আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলতাফ মাহমুদ দিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অবঃ হাফিজ মাহামুদু,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক ঢালী,সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর সন্তান মোঃ রাজু ঢালী।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল,ভোট ২৯মে
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মহিম,সাবেক ছাত্রলীগের নেতা মোঃ লোকমান হোসেন, ছাত্রলীগের সভাপতি মোঃ সুলাইমান শান্ত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,হিজলা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন।
উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির সন্তান ও আত্মীয় স্বজনরা কেউ প্রার্থী হতে পারবেনা:শেখ হাসিনা
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দলিয় প্রতিক না দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই উপজেলা নির্বাচন নিয়ে জনমনে আগ্রহ বেড়েছে। আওয়ামী লীগের দৃশ্যমান দলীয় কোন্দল না থাকলেও চেয়ারম্যান পদটি নিয়ে একটি স্নায়ু চাপ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দুপক্ষই চাইছে চেয়ারম্যান পদটি নিজেদের দখলে রাখতে। প্রার্থী বাছাইয়ের পর প্রত্যাহারের আগে দলীয়ভাবে একক প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। তবে হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো পার্টির নেতাকর্মী মনোনয়ন দাখিল করেননি।
ফিলিস্তিনি কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের তিন দেশ
হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।