আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দু’টি প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্যাকেজ দু’টির ঘোষণা দেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে কোনো জায়গা নেই: ড. ইউনূস
সরকারিভাবে এবার হজের খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজটির খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।এছাড়া বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।
এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।