স্টাফ রিপোর্টার:বাবা হওয়ার আনন্দ নিজের মধ্যে অন্যরকম অনুভূতি দেয়, কিন্তু ইলন মাস্ক নিজের মধ্যেই এই সুখ আটকে রেখেছিলেন! হ্যাঁ, স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত ইলন মাস্ক দ্বাদশ বার বাবা হওয়ার খবর চেপে রাখেন গোটা বিশ্বের কাছে থেকে। বিশ্ববাসীকে তা জানতেও দেওয়া হয়নি।
কিন্তু সাংবাদিকরা এ খবর প্রকাশ্যে নিয়ে আসেন।
নিউরালিংকের ম্যানেজারের সঙ্গে সম্পর্ক ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রভাবশালী। কখনও নির্বাচনে ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় আবার কখনও সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে খবরে থাকেন তিনি। বর্তমানে তিনি দ্বাদশ বারের মতো বাবা হওয়ার কারণে খবরে রয়েছেন। তিনি বিষয়টি গোপন রাখলেও সাংবাদিকরা তা ফাঁস করে দেন। নিউরোলিংক কোম্পানির ম্যানেজার শিভন গিলিসের সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় ইলন মাস্ক এই সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু তিনি এই সত্যটি সবার থেকে গোপন রেখেছিলেন কিন্তু এখন তা প্রকাশ পেয়েছে।
২০০৮ সালে বিচ্ছেদ হয় মাস্ক এবং জাস্টিনের। ২০১০ সালে আবার বিয়ে করেন মাস্ক। অভিনেত্রী তালুলাহ রিলিকে বিয়ে করেন তিনি। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১২ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু ২০১৩ সালে আবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন করে সম্পর্ক শুরু করেছিলেন তাঁরা। যদিও ২০১৬ সালে সেই সম্পর্কে ছেদ পড়ে।
বিশ্বব্যাপী জনসংখ্যা কমানোর যে প্রচার চলছে, তার বিরুদ্ধে বরাবর সরব হতে দেখা গিয়েছে মাস্ককে। তিনি বিশ্বাস করেন যে, সভ্যতার ভবিষ্যতের জন্য আরও সন্তানধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাস্কের পরামর্শ, উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। তিনি মনে করেন, বিশ্বে উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তির সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। সেই সঙ্কট মোকাবিলা করতে উদ্যোগী হতে হবে উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদেরই। একমাত্র বেশি সন্তানধারণই সঙ্কট মোকাবিলার অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি।
স্পেসএক্স এবং টেসলার মালিক মাস্কের ব্যবসায়িক বুদ্ধিও নিয়েও কম আলোচনা হয় না। ব্যবসা বৃদ্ধি করতে এক্স (সাবেক টুইটার) নিয়ে নানান পরীক্ষা চালিয়েছেন মাস্ক। কখনও নাম পরিবর্তন, কখনও আবার ব্লু টিক নীতি পাল্টে ফেলার মতো সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে বিশ্বে।
একই সঙ্গে মাস্কের ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা গিয়েছে। সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেসএক্সের অন্তত দু’জন কর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রতিষ্ঠানটির সিইও মাস্ক।
দু’জনই ছিলেন স্পেসএক্সের ইন্টার্ন। মাস্ক নাকি তাঁদের মধ্যে এক জনকে তাঁর সন্তানধারণের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনাও হয়। তার মধ্যেই প্রকাশ্যে এল মাস্কের আবার বাবা হওয়ার খবর। তবে এই সন্তান সম্পর্কে কিছুটা রহস্য রেখে দিয়েছেন ধনকুবের।
ইলন মাস্কের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে অ্যালানের ১২তম সন্তানের বিবরণ প্রকাশিত হয়েছে। এ বছরের শুরুর দিকে শিশুটির জন্ম হয়েছে বলেও জানানো হয়েছে। তবে, জিলিস এই বিষয়ে কিছু মন্তব্য করেননি এবং ইলন মাস্কও প্রতিক্রিয়া জানাননি।