অনলাইন ডেস্ক : ইসরাইল-ইরান যুদ্ধের দামামার মধ্যে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরা।
ইসরায়েলকে টার্গেট করে শতাধিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলা করলো ইরান
আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গুতেরা বলেছেন, আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যার ফলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বহু দেশ। আমি বার বার বলেছে মধ্যপ্রাচ্য ও এই বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করার সক্ষমতা রাখে না।জাতিসংঘের মহাসচিব বলেন,যুদ্ধ কোন সমাধান না।
যুক্তরাষ্ট্রে ‘সমন্বিত হামলা’র আশঙ্কা করছে এফবিআই
এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ক্ষেপেছে ইসরাইল। দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে