তাসলিমা আক্তার বিথী,জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) খাগড়াছড়িতে
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার,জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার মুক্তা ধর।
উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহন করে।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, আইন, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালে গণমাধ্যম কর্মীদের সার্বিক উন্নয়ন ও মান উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেন সেই থেকে পথচলা। অতিথিরা আরও বলেন, আমাদের উপর দায়িত্ব অর্পিত হওয়ার পর থেকে আমরা আইন বিষয়ে সঠিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি।
এছাড়াও এই কর্মশালার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের ডাটাবেজ তৈরি হচ্ছে, যার ফলশ্রুতিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডাটা রাষ্ট্রের কাছে যেনো থাকে।
প্রশিক্ষণ শেষে অতিথিরা প্রত্যেকের মাঝে সনদ প্রদান করেন।