- ডেস্ক রিপোর্ট : বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় দপ্তরের অনুমোদন ছাড়াই আহ্বায়ক একক ক্ষমতাবলে ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব পদে রদবদল, দুজন যুগ্ম আহবায়ককে অব্যাহতি ও ২২ জনকে যুগ্ম আহবায়ক মনোনীত করেছেন। একজনকে রেখে আরেকজনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়ায় বর্তমানে ওলামা দলে দুজন সদস্য সচিব। এ নিয়ে ওলামা দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।