০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চারটি পণ্যকে (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৫:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২২১ সময়

ডেস্ক রিপোর্ট : আরো চারটি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এই পণ্যগুলো হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তগাছার মন্ডা।

এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা ২৮টিতে দাঁড়ালো বলে শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সর্বশেষ চারটির আগে আরো তিনটি পণ্যের জিআই হিসেবে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়। এগুলো হলো- টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা।

শিল্প মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই তিন পণ্যের অনুমোদনের কপি ও জার্নাল তুলে দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এদিকে আরো আরো দুটি পণ্য জিআই হিসেবে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ দুটি পণ্য হলো- জামালপুরের নকশি কাঁথা ও যশোরের খেজুর গুড়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে এই দুটো পণ্যের জার্নাল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।

জিআই পণ্য হিসেবে অনুমোদন দেওয়ার লক্ষ্যে ২০০৩ সালে যাত্রা শুরু হয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের। বর্তমানে এর নাম পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

এরপর ২০১৩ সালে পাস হয় ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়

About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে

চারটি পণ্যকে (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়

সময়ঃ ০৫:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

ডেস্ক রিপোর্ট : আরো চারটি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এই পণ্যগুলো হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তগাছার মন্ডা।

এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা ২৮টিতে দাঁড়ালো বলে শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সর্বশেষ চারটির আগে আরো তিনটি পণ্যের জিআই হিসেবে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়। এগুলো হলো- টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা।

শিল্প মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই তিন পণ্যের অনুমোদনের কপি ও জার্নাল তুলে দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এদিকে আরো আরো দুটি পণ্য জিআই হিসেবে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ দুটি পণ্য হলো- জামালপুরের নকশি কাঁথা ও যশোরের খেজুর গুড়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে এই দুটো পণ্যের জার্নাল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।

জিআই পণ্য হিসেবে অনুমোদন দেওয়ার লক্ষ্যে ২০০৩ সালে যাত্রা শুরু হয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের। বর্তমানে এর নাম পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

এরপর ২০১৩ সালে পাস হয় ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়