০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অসংলগ্ন বক্তব্য পাগলের প্রলাপ: ওবায়দুল কাদের

  • Md Rasel Mia
  • সময়ঃ ০১:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৬ সময়

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, বহির্বিশ্বের একটা অংশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনে ভোট নিয়ে সমালোচনা করলেও, মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুরুত্ব দেয়া হয়েছে। এতেই বিশ্বের বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়।
 
তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যে অস্থিরতা চলছে, তাতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি আছে। আমাদের বিজিবি সদা জাগ্রত আছে। সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারের অস্থিরতার ফলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে, সে বিষয় প্রস্তুতি তারা।
 

সংসদে বিরোধীদল নিয়ে ওবায়দুল কাদের বলেন,

২৮ অক্টোবর বিএনপির সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ার পর, বিভিন্ন মামলায় আসামি হয়ে দলটির প্রথম সারির নেতারা কারাভোগ করেছেন। নির্বাচন শেষে জামিনে বের হয়ে একের পর এক অভিযোগ করছেন। অভিযোগ করছেন বিএনপির ভাঙনের জন্য চেষ্টা করেছে সরকার। 
 
এ সময় বিএনপির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই, তাই তাদের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর যুদ্ধ বিরোধী অবস্থান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করেছে এ কথা জানিয়ে ওবায়দুল কদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাক্ষাতে, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন হবে না। যুদ্ধের বিরুদ্ধে সাধারণত মানুষের ক্ষয়ক্ষতির বিরুদ্ধে বাংলাদেশ।
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

বিএনপির অসংলগ্ন বক্তব্য পাগলের প্রলাপ: ওবায়দুল কাদের

সময়ঃ ০১:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, বহির্বিশ্বের একটা অংশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনে ভোট নিয়ে সমালোচনা করলেও, মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুরুত্ব দেয়া হয়েছে। এতেই বিশ্বের বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়।
 
তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যে অস্থিরতা চলছে, তাতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি আছে। আমাদের বিজিবি সদা জাগ্রত আছে। সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারের অস্থিরতার ফলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে, সে বিষয় প্রস্তুতি তারা।
 

সংসদে বিরোধীদল নিয়ে ওবায়দুল কাদের বলেন,

২৮ অক্টোবর বিএনপির সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ার পর, বিভিন্ন মামলায় আসামি হয়ে দলটির প্রথম সারির নেতারা কারাভোগ করেছেন। নির্বাচন শেষে জামিনে বের হয়ে একের পর এক অভিযোগ করছেন। অভিযোগ করছেন বিএনপির ভাঙনের জন্য চেষ্টা করেছে সরকার। 
 
এ সময় বিএনপির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই, তাই তাদের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর যুদ্ধ বিরোধী অবস্থান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করেছে এ কথা জানিয়ে ওবায়দুল কদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাক্ষাতে, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন হবে না। যুদ্ধের বিরুদ্ধে সাধারণত মানুষের ক্ষয়ক্ষতির বিরুদ্ধে বাংলাদেশ।