স্টাফ রিপোর্টার : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভার আকার বড় হচ্ছে। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। তখনই বলা হচ্ছিল যে, মন্ত্রিসভা আকারে ছোট হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় খালি রয়েছে। সে সময় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সংরক্ষিত আসনে নারী সদস্যদের মনোনয়নের পর মন্ত্রিসভায় বড় হতে পারে।
গতকাল সংরক্ষিত আসনের ৫০ জন নারী সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের এই শপথগ্রহণের পর আজ রাতে মন্ত্রিসভার সম্প্রসারণে তথ্য জানা গেল।
মন্ত্রিসভার আকার কতজন হবে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রগুলো আজকের ঢাকা কে নিশ্চিত করেছে নতুন মন্ত্রিসভায় ১১ থেকে ১২ সদস্য থাকতে পারেন। আর এ সম্প্রসারণের মধ্য দিয়ে মন্ত্রিসভা পূর্ণতা পাবে বলে জানা গেছে। মন্ত্রিসভায় কারা থাকবে এই নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা থাকলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি ।